যতীন সরকার বাঙালির মার্কসীয় তাত্ত্বিক। আত্ম-স্বার্থের বাইরে এসে গণমানুষের অধিকারের জন্য, শোষণমুক্তির জন্য যিনি রাজনীতি করেন। সব পরিচয়ের মধ্যে একটা পরিচয়কেই তিনি বড় হিসেবে বিবেচনা করেন- সেটা হচ্ছে তিনি শিক্ষক। শিক্ষকতাই তার কর্ম। এই শিক্ষকতার মাধ্যমেই তিনি মানুষের অন্তরে পৌঁছান। অন্তরে পৌঁছানোর পর তিনি তার কথা বলেন। তিনি যে মার্কসীয় দর্শনকে, সংস্কৃতিকে বিশ্বাস করেন সেই কথাটা ছড়িয়ে দিতে চান। আদর্শবাদের বাইরে কোনো কথা বলা কিংবা লেখেন না। পূর্বজনদের মতো তিনিও মনে করেন, ‘সংস্কৃতিটা লক্ষ্য, রাজনীতি সেই লক্ষ্যে পেঁৗঁছাবার পথ’। যতীন সরকারের সেই রাজনৈতিক আদর্শবাদ নিয়ে, দর্শন নিয়ে তার সঙ্গে কথা বলেছেন সরোজ মোস্তফা।
অর্থনীতি প্রতিদিন: আজকের যতীন সরকারের স্কুলিংটা; মানে হয়ে ওঠার তপস্যাটা কখন এবং কীভাবে শুরু হয়েছিল? Continue reading শেকড়ের বাইরে আমার কোনো অস্তিত্ব নেই: যতীন সরকার