কারখানাতে ক্ষেত খামারে
শহর গাঁয়ে আর পাহাড়ে
বেলা অবেলা সকল বেলা
টানছি বোঝা ঠেলছি ঠেলা
মহাজনের মেশিন চালাই
সাহেব সুবার বাড়ী বানাই
এই কপালে কিছু নাই
আমরা মজুর পথে বেড়াই
আমরা খাটি- হেঁইও
ফসল ফলাই- হেঁইও
তাইতো গানে আগুন ঝড়াই
এই নয়া জামানা- হেঁইও
দেয় নিশানা- হেঁইও
সাবাস জোয়ান- হেঁইও
হও আগুয়ান- হেঁইও
সাবধানে ভাই আমরা সবাই
মজুর কিষাণ বাঁচাই পরাণ
পেটের টানে- হেঁইও
সবাই জানে- হেঁইও
হেইওরে হেইও (৪) ॥
রাতের শেষে আলো যেমন
আলোয় ভরায় সারা ভূবন
আসবে আসবে সেই সুদিন
আসবে সমাজ শোষণহীন
আসবে আসবে সেই স্বরাজ
সাম্যবাদের শ্রমিকরাজ
এসো এসো শ্রমিক ভাই
এবার সবাই করবো লড়াই
সবার মুক্তি- হেঁইও
অবশেষে- হেঁইও
আসবে আসবে সকল দেশে
এই নয়া জামানা- হেঁইও
দেয় নিশানা- হেঁইও
সাবাশ জোয়ান- হেঁইও
হও আগুয়ান- হেঁইও
সাবধানে ভাই আমরা সবাই
মজুর কিষাণ বাঁচাই পরাণ
পেটের টানে- হেঁইও
সবাই জানে- হেঁইও
হেইওরে হেঁইও (২) ॥