ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না

কথা: সিদ্দিক মোল্লা

ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না
ওরা মুখে বলে মিষ্টি বুলি কাজের বেলায় থাকে না।
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।
নির্বাচন আসিলে পরে বন্ধুর অভাব নাই
নির্বাচন ফুরাইয়া গেলে খুঁজিয়া না পাই।
(গরীব) থাকে কী না খাইয়া মরে
বন্যা কি সিডরে মরে তাদের খবর রাখে না।
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।
বড় বড় কলকারখানা বন্ধ করে দিয়ে
শ্রমিকদের রাখে ওরা বেকারও বানায়া।
এখন শ্রমিক থাকে না খাইয়া তাদের খবর রাখেনা।
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।
পাগলা সিদ্দিক ভেবে বলে ওগো শ্রমিক ভাই
সমাজ পাল্টানো ছাড়া মোদের কোনো উপায় নাই।
তাই সমাজটা পাল্টাতে হলে বসে থাকলে চলবে না
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।
ওরা মুখে বলে মিষ্টি বুলি কাজের বেলায় থাকে না
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।

আগু নিভাইবো কেরে

কথা : সত্যেন সেন
সুর : শেখ লুৎফর রহমান

আগু নিভাইবো কেরে
এ আগুন নিভে নিভে নিভে
আগুন নিভে নিভে নিভে না
এ আগুন জ্বলে দ্বিগুন
জ্বলে দ্বিগুন
চাপা দিলেও এ আগুন নিভবে না
ঘরে ঘরে জ্বলে আগুন
এ আগুন জ্বলে মনে মনে
এই যে চোখের জ্বলে আগুন জ্বলে
নিভাইবো কেমনে
হায় হায় নিভাইবো কেমনে
আইলোরে ঐ ঝড়ের হাওয়া
ছাই চাপা রবে না আগুন
ছাই চাপা রবে না রে
তোমার ঐ জঙ্গী আইন চলবে ক’দিন
যতই করো জারি
ঘরে ঘরে ডাক পাঠাই একুশে ফেব্রুয়ারি
মজুর কিষান ছাত্র ভাইরা
তারা উঠবে আবার ডুলা ঝাইড়া
তাদের আপন দাবী নেবে কাইড়া
হুমকিতে ফল
ও তোর হুমকিতে ফল
ফলবে না
ও যারা দাঙ্গা করে মানুষ মারে
বুঝে নারে পথের গতি
ও যারা দাঙ্গা করে
সেকি কভু চিন্তা করে
এটাই আমার দেশের ক্ষতি
কেউবা তাদের তালে পরে
পরের ঘরে দেয় আগুন
প্রাণ বাঁচাতে পরের হাতে
তোর বাবা হইয়াছে খুন
মা মাসী বোন ভগ্নী জামাই
দাঙ্গাতে কেউ পায় নারে হাই
কে শোনে তার বাপের দোহাই
পায়ে ধরলে মারে লাথি।
হোক না সে ভিন্ন জাতি
তাতে কোন ক্ষতি নাই
ভালবেসে আদর করে
পরকে আপন করা যায়
সুবল দাসের কথা ধরো
মিলেমিশে কর্ম করো
দেশের শত্রুু দমন করো
কেউ করোনা কারো ক্ষতি

দিনে যদি হোসরে কানা

কথা : সত্যেন সেন

দিনে যদি হোসরে কানা
কি হবে আর রাত্রি হলে
ভুজবি কি আর মলে(ভাইরে)

খেটে খেটে মরলি খালি
অভাবেই দিন কাটালি
দিনে দিনে সব খোয়ালি
এমনি কপাল পোড়া

ও তোর রক্ত চুষে হচ্ছে মোটা
টাকার কুমির যত
পরের ধনের পোদ্দারেরা
মারছে তোরে ছলে বলে

তোমার ঐ হাতের জোরে
ক্ষেত ওঠে শস্য ভরে
সেই শস্যে বাঁচাই ওরে
দেশের নরনারী লোকের প্রাণ
তবু চাষীর পেটে ভাত জোটে না
রক্ত হইল পানি
খাজনা ট্যাক্সের বিষম বোঝা
মরণ এবার যাতাকলে

আমি মানুষেরে ভালবাসি এই মোর অপরাধ

কথা : সত্যেন সেন

আমি মানুষেরে ভালবাসি এই মোর অপরাধ
হাসি মুখে তাই মাথা পেতে
দু:খে আশিবাদ
মানুষের কাছে পেয়েছি যে বাণী
তাই দিয়ে রচি গান
মানুষে লাগি ঢেলে দিয়ে যাবো
মানুষের দেয়া প্রাণ

বল জয় জয় জয়

কথা : সত্যেন সেন
সুর : জহির আহমেদ

বল জয় জয় জয়
বল সর্বহারার জয়
বল মজুর চাষীর জয়
বল বীর জনতার জয়
বল জয় সর্বহারার
বল জয় মজুর চাষীর
বল জয় বীর জনতার বীর জনতার জয়

যে জন পরের মুখের গ্রাস কেড়ে খায়
মোদের লড়াই তাদে সাথে
অত্যাচারকে রুখবো মোরা এই হাতে

মোরা ভয় করে আর চলবোনা
হুমকি শুনে টলবোনা
ঢের শয়েছি আর
না না না