চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের উদ্যোগে ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক কমিটির সহযোগিতায় দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল আলম। Continue reading চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা
Author: Nazrul Islam
খগেশ কিরণ তালুকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
খগেশ কিরণ তালুকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
গত ১১ জুলাই, ২০১১ সোমবার বিকাল ৪টায় ঝিনাইদহ জেলা উদীচী কার্যালয়ে জেলা সংসদের উদ্যোগে উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি খগেশ কিরণ তালুকদারের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে খগেশ কিরণ তালুকদারের কর্মময় জীবন নিয়ে Continue reading খগেশ কিরণ তালুকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
নোয়াখালীতে উদীচী’র আয়োজনে ‘সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত
নোয়াখালীতে উদীচী’র আয়োজনে ‘সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত
নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী শহর শাখার আয়োজনে গত ৩১ মে রবীন্দ্র-নজরুল-সুকান্ত-লালন-হাছন-জসিম উদ্দীন-আবদুল Continue reading নোয়াখালীতে উদীচী’র আয়োজনে ‘সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত
ড. মৃদুল কান্তি চক্রবর্তী‘র প্রয়াণে উদীচী’র শোক সভা অনুষ্ঠিত
ড. মৃদুল কান্তি চক্রবর্তী‘র প্রয়াণে উদীচী’র শোক সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচী কেন্দ্রীয় সংসদের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিশিষ্ট ফোকলোর গবেষক, লোকসঙ্গীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মৃদুল কান্তি চক্রবর্তী’র মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গত ২৬ আগস্ট ২০১১ শুক্রবার বিকাল ৫ টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে এক শোক সভার আয়োজন করে। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক নিরঞ্জন অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, জামসেদ আনোয়ার তপন, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান, কেন্দ্রীয় সংসদ সদস্য এ.এন. রাশেদা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ড. মৃদুল কান্তি চক্রবর্তী‘র স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শোকসঙ্গীত পরিবেশন করে উদীচী ঢাকা মহানগর সংসদ, শিল্পী আক্তার, জয়া সেন গুপ্তা এবং আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন।
শোক সভায় আলোচকবৃন্দ ল্যাব এইড হাসপাতালের চিকিৎসকের অবহেলার কারণে ড. মৃদুল কান্তি চক্রবর্তীর মৃত্যু হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বর্তমানে স্বাস্থ্য সেবা খাতকে বাণিজ্যিক খাতে পরিণত করায় সুচিকিৎসার অভাবে অনেক মানুষ মৃত্যুবরণ করছেন এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক পরিবার।
উদীচীর নেতৃবৃন্দ এ ধরনের খামখেয়ালিপনার তীব্র প্রতিবাদ জানান এবং বেসরকারি হাসপাতালগুলোতে নিয়মিত মনিটরিং-এর আওতায় নিয়ে আসার জন্য সরকাররে কাছে দাবি জানান।
তারেক ও মিশুক ছিলেন এ জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ: উদীচীর স্মরণসভায় বক্তারা
তারেক ও মিশুক ছিলেন এ জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ:
উদীচীর স্মরণসভায় বক্তারা
উদীচীর স্মরণসভায় বক্তারা বলেছেন, সরকারের অব্যবস্থাপনার কারণে সড়ক দুর্ঘটনায় এর আগেও বহু মেধাবি ব্যক্তিসহ হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এবার হারালাম তারেক মাসুদ ও মিশুক মুনীরকে। এই অনাকাঙ্খিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এখনই সবাইকে এক হওয়া উচিত। উপযুক্ত পদক্ষেপ না নিলে এই মৃত্যুর মিছিল চলতেই থাকবে। দ্রুত ব্যবস্থা নিয়ে সড়ক দুর্ঘটনা রোধ করতে হবে। তাহলে তারেক-মিশুকের মতো প্রতিভাবান বা সাধারণ নাগরিক প্রাণ হারাবে না। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় চলচিত্র ও চারুকলা বিভাগ আয়োজিত তারেক মাসুদ-মিশুক মুনীর শোক সভায় বক্তারা এসব কথা বলেন।
এ স্মরণসভায় একই ঘটনায় নিহত অপর তিনজন-মুস্তাফিজ, জামাল ও ওয়াসিমকেও স্মরণ করা হয়। তাদের স্মৃতির উদ্দেশে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদ ইদু। বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্রকার মসিহ উদ্দিন শাকের, শিল্পকলা একাডেমী সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহামুদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক প্রবীর সরদার, মহানগর সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, আশরাফুল আলম রতন প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, তারেক মাসুদ ও মিশুক মনির এদেশের সুস্থধারার চলচ্চিত্রের পথিকৃত ছিলেন। তারা এদেশের চলচ্চিত্রকে নতুন মাত্রা দিতে পেরেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায় জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য তারেক মাসুদের শিল্পকর্ম অন্যতম ভূমিকা পালন করেছে। বক্তারা সড়ক দুর্ঘটনার নিহত তারেক মাসুদ ও মিশুক মুনিরের এ মৃত্যুকে হত্যা হিসেবে চিহ্নিত করে দেশের সড়কের অব্যবস্থাপনার সমালোচনা করেন।
তারা আরও বলেন, অস্বাভাবিক মৃত্যু আমাদের স্বপ্নগুলোকে ধবংস করে দিচ্ছে। একই সঙ্গে পরিবারগুলোকে দুঃসময়ের পথে ঠেলে দিচ্ছে। তারেক ও মিশুক ছিলেন এ জাতিকে স্বপ্ন দেখানোর মানুষ। তাদের মৃত্যুর কারণে এসব স্বপ্ন অকালেই ঝরে যাচ্ছে।
অনুষ্ঠানে ‘স্মরণ : তারেক মাসুদ’ ও ‘মাটির ময়না’ নামে দুইটি কবিতা আবৃত্তি করেন আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন। শোকসঙ্গীত ‘তোমার অসীমে প্রাণ মন লয়ে যতদূর আমি ধাই’ পরিবেশন করেন উদীচী ঢাকা মহানগর সংসদের সঙ্গীত বিভাগের শিল্পীরা। পরে তারেক মাসুদ পরিচালিত ‘মুক্তির গান’ দেখানো হয়।