পিরোজপুর মঠবাড়িয়ার শান্তি কমিটির চেয়ারম্যান ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক রাজাকার আব্দুল জব্বার ইঞ্জিনিয়ার-এর আমৃত্যু কারাদণ্ডের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় আব্দুল জব্বার মঠবাড়িয়া থানা শান্তি কমিটির চেয়ারম্যান হিসেবে সরাসরি স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নেন। তার বিরুদ্ধে আনা হত্যা, গণহত্যা, লুট, অগ্নিসংযোগ ও জোর করে ধর্মান্তর করার মোট পাঁচটি অভিযোগের মধ্যে চারটি সুস্পষ্টভাবে প্রমাণিত হওয়ার পরও তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি না হওয়া হতাশাজনক। শুধুমাত্র বয়স বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আব্দুল জব্বারের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়ায় মুক্তিযুদ্ধের চেতনার স্বপক্ষের দেশের লাখো মানুষের মনে তীব্র হতাশার জন্ম নিয়েছে। তাই, অবিলম্বে পলাতক রাজাকার আব্দুল জব্বারকে খুঁজে বের করে উচ্চতর আদালতে আপিলের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীদের প্রতি আহবান জানান উদীচী’র কেন্দ্রীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক।
এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যেতে এবং একে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান কামাল লোহানী ও প্রবীর সরদার।