মঞ্চায়িত হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ময়মনসিংহ জেলা সংসদের আয়োজনে ’৭১এর মহান মুক্তিযুদ্ধের কাহীনি অবলম্বনে রচতি নাটক “বৃক্ষবাসী কহে”। ভিন্নধর্মী উপস্থাপন রীতিতে ব্রহ্মপুত্র নদের তীরে পৌরপার্কের শতবর্ষী তেঁতুল বৃক্ষ ও তদসংলগ্ন স্থানকে মঞ্চ হিসেবে ব্যাবহার করে নাটকটি মঞ্চায়িত হয়। সত্যজিৎ কাঞ্জিলাল সুমন রচিত ও চিন্ময় দেবনাথ নির্দেশিত এ নাটকটিতে অভিনয় করে একঝাক তরুণ নাট্যকর্মী।
পাকিস্তানী হানাদার বাহীনি ’৭১ সালে আমাদের দেশমাতৃকার উপর যে নির্মমম অত্যাচার চালিয়েছিল, ব্যাতিক্রমধর্মী এ নাটকে পাখিদের জবানিতে তাই তুলে ধরা হয়েছে। সেই সাথে নাট্যকার চমৎকারভাবে তুলে ধরেছেন দেশের বর্তমান প্রেক্ষাপট। নাটকটির নির্দেশক চিন্ময় দেবনাথ ব্রহ্মপুত্র নদের পাড়ের শতবর্ষী তেঁতুল গাছকে মুক্তিযুদ্ধের সাক্ষী হিসেবে যেমন তুলে ধরেছেন বাস্তবতার আলোকে, ফুটিয়ে তুলেছেন নদীর পাড়ে-গাছের নিচে সংঘটিত পাকবাহীনির নির্মমমতাকেও।