কথা: আনোয়ার কামাল
প্রতিদিন বাসের চাকা পিষে ফেলছে মানুষ
কালো পিচঢালা পথ উষ্ণ রক্তে লাল টকটকে হয়ে যাচ্ছে
খাদ্যে বিষ! উরমারিনে কুঁরে কুঁরে খাচ্ছে
বাতাসে কালো ধোয়া, সিসের প্রলেপ লেপ্টে আছে
দেহেতে বসতি গেড়েছে ক্ষয় রোগ।
ঢাকার ফল মাছ না এখন হোটেলের ভাতে
মাছের বদলে বরফে ফরমালিন ফুটপাতে
আমরা তা দোরসে সরবত বানিয়ে আর
দামি রেস্তোরায় ফালুদা বানিয়ে খাচ্ছি।
আকাশে এখন ঈগল নখর মেলে
ভেসে বেড়াচ্ছে, কখন যের থাবা দেয়
হৃদয়ের টুকরো নাড়ি ছেড়া সোনার ধনকে
গ্রাস করে। সুন্দরের বিশাল বনরাজি নিভৃতে কাঁদে
সমুদ্রের গর্জন আরো বেড়ে যায়