বরগুনায় উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মনির হোসেন কামাল: আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২৯ অক্টোবর শনিবার উদীচী বরগুনা জেলা সংসদের আয়োজনে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। অ্যাডভোকেট মোঃ শাহজাহান জাতীয় ও অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া সাংগঠনিক পতাকা উত্তোলন করেন। এরপর উদীচী বরগুনা জেলা সংসদের সভাপতি অ্যাডভোকেট মোঃ শাহজাহানের সভাপতিত্বে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমরেড আবদুল হালিম, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন মিরাজ, উদীচী বরগুনা জেলা সংসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মনির হোসেন কামাল, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জীব দাস, সহ-সাধারণ সম্পাদক সুমন হাওলাদার প্রমূখ। সবশেষে উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য হোসনেয়ারা লাভলীর নেতৃত্বে সঙ্গীত পরিবেশিত হয়।