‘পথে এবার নামো সাথী পথেই হবে এ পথ চেনা’-এ শ্লোগানকে সামনে রেখে উদীচী রংপুর জেলা সংসদ গৌরবের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। গত ২৯ অক্টোবর ২০১১ শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বিকেল ৩টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যা ৬টায় উদীচী রংপুর জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জয়ন্ত সরকার, মাহবুব রহমান হাবু, ড. শাশ্বত ভট্টচার্য, অধ্যাপক মলয় কিশোর ভট্টাচার্য। এরপর পর্যায়ক্রমে পুরস্কার বিতরণ, গণসংগীত, নৃত্য পরিবেশন করেন ছন্দে আনন্দে নিত্যনিকেতনের শিল্পীবৃন্দ ও ৭১’র চিঠি পাঠ করা হয়। আমন্ত্রিত শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন গণসংগীত শিল্পী স্বপন পাল, মাজেদুর রহমান ঝন্টু এবং লালন শিল্পী আখি সরকার।