গোপালগঞ্জে উদীচীর ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গত ২৯ অক্টোবর ২০১১ শনিবার বিকেলে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ শহীদ মিনার চত্বরে উদীচী গোপালগঞ্জ জেলা সংসদের আয়োজনে উদীচীর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রথম পর্বে জেলা সংসদের সভাপতি মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর এম, এ, হাই। স্বাগত বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের সহ-সভাপতি সুরাইয়া খানম।
দ্বিতীয় পর্বে উদীচী জেলা সংসদের শিল্পীবৃন্দ এবং উদীচী পরিচালিত সুকান্ত সংগীত একাডেমির প্রশিক্ষক ও ছাত্র-ছাত্রীরা গণসংগীত ও নৃত্য পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পী প্রফুল্ল বল, অর্চনা রায়, অহিদুজ্জামান, মিজানুর রহমান মানিক, বিশ্বনাথ কুমার বিশু, রাসেল শেখ, মিতা হীরা, ত্রিনাথ সরকার প্রমুখ।