নোয়াখালীতে উদীচী’র আয়োজনে ‘সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত
নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে উদীচী শিল্পীগোষ্ঠী নোয়াখালী শহর শাখার আয়োজনে গত ৩১ মে রবীন্দ্র-নজরুল-সুকান্ত-লালন-হাছন-জসিম উদ্দীন-আবদুল করিম স্মরণে এক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সঙ্গীত সন্ধ্যায় উদীচীর শহর শাখার শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। সঙ্গীত সন্ধ্যায় সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক রমানাথ সেন, বিমলেন্দু মজুমদার, আবদুল আউয়াল, রাহা নব কুমার, এ্যাড. গোলাম আকবর প্রমুখ।