উদীচী’র কেন্দ্রীয় উপদেষ্টা, বৃটিশবিরোধী আন্দোলন ও কৃষক আন্দোলনের বীর সেনানী মুকুন্দ লাল বসু-এর মৃত্যুতে উদীচীর শোক প্রকাশ
উদীচী’র কেন্দ্রীয় উপদেষ্টা, বৃটিশবিরোধী আন্দোলন, কৃষক আন্দোলন ও খুলনার প্রগতিশীল আন্দোলনের অন্যতম বীর সেনানী মুকুন্দ লাল বসু আজ ৬ আগস্ট ২০১১ শনিবার ভোর ৬ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। উদীচী’র বর্ষিয়ান এই উপদেষ্টার মৃত্যুতে উদীচী’র কেন্দ্রীয় সভাপতি গোলাম মোহাম্মদ ইদু ও সাধারণ সম্পাদক হাবিবুল আলম এক যৌথবিবৃতিতে বরেণ্য এই উপদেষ্টার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুকুন্দ লাল বসুর মৃত্যুতে উদীচী’র অপূরনীয় ক্ষতি হয়েছে।