উদীচী শিল্পীগোষ্ঠীর কুমিল্লা সংসদের কমিটি গঠন
গত ২৭ মে শুক্রবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সম্মেলন-২০১১ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় জিলা স্কুল অডিটরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হাবিবুল আলম, সম্মানিত অতিথি হিসিবে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ আবু আয়ূব হামিদ, উদীচী কুমিল্লা জেলা সংসদের উপদেষ্টা এ্যাডভোকেট তওফিকা করিম রেখা ও উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক প্রবীর সরদার উপস্থিত ছিলেন। সম্মেলনে চন্দন দেব রায়কে সভাপতি, শেখ জহিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুজিবকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যা হলেন সহ-সভাপতি শেখ ফরিদ উদ্দিন আহমেদ, নাহিদ সুলতানা, চৌধুরী, ডাঃ এমকে ঢালী, ডাঃ রেজাউল করিম জামিল, সহ-সাধারণ সম্পাদক সুমন রায়, কোষাধ্যক্ষ পীযুষ কুমার ভট্টাচার্য, সম্পাদক মন্ডলী রত্মা সাহা, আমিনুর রহমান সবুজ, কামাল উদ্দিন, কাকলি দত্ত, কার্যকরী সদস্য ডাঃ উত্তম কুমার ঘোষ, তাহমিনা আক্তার, মেজবাহুল আলম চৌধুরী, আহসান হাবিব হাসান, মিতা দাস, শিখা রায়, তাসলিম হোসেন আবির, সোনিয়া সাহা শান্তা, বিষ্ণুপদ রায়, মোখলেছুর রহমান, নিজাম উদ্দিন ও খন্দকার আবু নাছের। উপদেষ্টা মন্ডলী ডাঃ মোসলেহ উদ্দিন, ডাঃ আলী আকরব, হুমায়ূন কবির মজুমদার, তওফিকা করিম রেখা, আনোয়ার হোসেন, প্রদীপ কুমার সাহা, মোঃ মনিরুজ্জামান, পাপড়ি বসু, অধ্যাপক শেখ সফিকুর রহমান, উত্তম গুহ, ডাঃ আবু আয়ূব হামিদ, ডাঃ তৃপ্তিশ চন্দ্র ঘোষ ও ডাঃ আলী হোসেন চৌধুরী।
দ্বিতীয় অধিবেশনে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফরিদ উদ্দিন আহমেদ, কবির ও সংগঠক ফখরুল হুদা হেলাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মেজবাহুল আলম চৌধুরী পাভেল ও সাংস্কৃতিক কর্মী অচিন্ত্য দাস টিটু। রাতে পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।