কথা: সিদ্দিক মোল্লা
এই সমাজটা চোরের হাট বাজার
ঘটি চুরি বাটি চুরি চোরের নাইকো ভেদ বিচার
এই সমাজটা চোরের হাট বাজার।
তেল চুরি, গ্যাস চুরি, বিদ্যুৎ চুরি ভাই
শেয়ার বাজার করে চুরি হিসাব কিতাব নাই
চোরে চোরে খালাত ভাই গরীব দুঃখীর হাহাকার
এই সমাজটা চোরের হাট বাজার।
খিলাপতি করে চুরি কোটি টাকা নিয়া
কেউ তাদের বলে না কিছু হাসিয়া হাসিয়া
কিন্তু গরীব দুঃখী লোন তুলিলে ঘর বাড়ি থাকে না তার
এই সমাজটা চোরের হাট বাজার।
পাগল সিদ্দিক ভেবে বলে গরবি দুঃখী ভাই
এই চোরের সমাজ ভেঙ্গে দিয়ে শান্তির সমাজ চাই
কৃষক শ্রমিক এক হইয়া সমাজটা গড়বো এবার
এই সমাজটা চোরের হাট বাজার।
ঘটি চুরি বাটি চুরি চোরের নাইকো ভেদ বিচার
এই সমাজটা চোরের হাট বাজার।