কথা: সিদ্দিক মোল্লা
গার্মেন্ট শ্রমিক ভাই আমি তোমাদের জানাই
জোট বাঁধো সবাই মিলিয়ে মিশিয়ে গো
আমরা সবাই গরীব দুঃখী ঢাকাতে আসিয়া
পেটের দায়ে চাকরি করি গার্মেন্টেতে গিয়া
ন্যায্য দাবী চাইলে ওরা চোখ গরম করে
কথায় কথায় দেয় ছাঁটাই করিয়া গো
জোট বাঁধো সবাই মিলিয়া মিশিয়া
এই সমাজ ভাই ধনীর সমাজ তোমার আমার না
এই সমাজে তোমার আমার কথা বলবে না
এবার মিলাতে হাতে হাত গড় সুন্দর এক সমাজ
কৃষক শ্রমিক ছাত্র সব মিলিয়া গো জোটবাঁধো সব মিলিয়া মিশিয়া গো
পাগল সিদ্দিক ভেবে বলে গার্মেন্ট শ্রমিক ভাই
সমাজ বদল ছাড়া মোদের বাঁচার উপায় নাই।
নারী-পুরুষ সকরে মিলিয়া গো
জোট বাঁধো সবাই মিলিয়া মিশিয়া গো
গার্মেন্ট শ্রমিক ভাই আমি তোমাদের জানাই
জোট বাঁধো সবাই মিলিয়া মিশিয়া গো।