কথা: সিদ্দিক মোল্লা
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না
ওরা মুখে বলে মিষ্টি বুলি কাজের বেলায় থাকে না।
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।
নির্বাচন আসিলে পরে বন্ধুর অভাব নাই
নির্বাচন ফুরাইয়া গেলে খুঁজিয়া না পাই।
(গরীব) থাকে কী না খাইয়া মরে
বন্যা কি সিডরে মরে তাদের খবর রাখে না।
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।
বড় বড় কলকারখানা বন্ধ করে দিয়ে
শ্রমিকদের রাখে ওরা বেকারও বানায়া।
এখন শ্রমিক থাকে না খাইয়া তাদের খবর রাখেনা।
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।
পাগলা সিদ্দিক ভেবে বলে ওগো শ্রমিক ভাই
সমাজ পাল্টানো ছাড়া মোদের কোনো উপায় নাই।
তাই সমাজটা পাল্টাতে হলে বসে থাকলে চলবে না
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।
ওরা মুখে বলে মিষ্টি বুলি কাজের বেলায় থাকে না
ধনীর সাথে গরীব লোকের পিরিত সাজে না।