কথা : সত্যেন সেন
সুর : জহির আহমেদ
বল জয় জয় জয়
বল সর্বহারার জয়
বল মজুর চাষীর জয়
বল বীর জনতার জয়
বল জয় সর্বহারার
বল জয় মজুর চাষীর
বল জয় বীর জনতার বীর জনতার জয়
যে জন পরের মুখের গ্রাস কেড়ে খায়
মোদের লড়াই তাদে সাথে
অত্যাচারকে রুখবো মোরা এই হাতে
মোরা ভয় করে আর চলবোনা
হুমকি শুনে টলবোনা
ঢের শয়েছি আর
না না না