সফলভাবে সম্পন্ন হলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের আয়োজনে দিনব্যাপী সংগঠন বিষয়ক কর্মশালা। গত ২৩ মে শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত কর্মশালায় সারাদেশে উদীচী’র ৭০টিরও বেশি জেলা সংসদের সাধারণ সম্পাদক এবং সংগঠন বিষয়ক সম্পাদকরা অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ১০টায় কর্মশালার উদ্বোধনী সেশনে উদীচী “সংগঠনের রীতি ও পদ্ধতি” নিয়ে আলোচনা করেন জামসেদ আনোয়ার তপন। নেতৃত্বের নানা গুণাবলী, করণীয়, দায়িত্ব-কর্তব্য প্রভৃতি নানা বিষয়ে অনবদ্য প্রশিক্ষণ দেন জামসেদ আনোয়ার তপন।
এরপর কর্মশালার দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ দেন বিশিষ্ট আলোচক জাকির তালুকদার। তাঁর বিষয় ছিল “মুক্তিযুদ্ধ, গণ-আকাঙ্খা ও আজকের বাংলাদেশ”। মুক্তিযুদ্ধের চেতনা কী, সে বিষয়ে নানা ভ্রান্তি-বিভ্রান্তি, ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধের সঠিক চেতনা বাস্তবায়নের কৌশল প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জাকির তালুকদার। মধ্যাহ্ন বিরতির পর শুরু হয় কর্মশালার তৃতীয় ও শেষ পর্ব। এ পর্বে ব্রিটিশ শাসনের শেষার্ধ থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত সাংস্কৃতিক আন্দোলনের নানা পর্যায় ও ইতিহাস নিয়ে প্রশিক্ষণ দেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। বর্তমান সময়ে উদীচীসহ সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা কী হওয়া উচিত তা নিয়েও আলোচনা করেন কামাল লোহানী। সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় উদীচী কেন্দ্রীয় সংসদের আয়োজনে দিনব্যাপী সংগঠন বিষয়ক কর্মশালা।