কথা : ফেরদৌস হোসেন ভূঁইয়া
সুর : সুখেন্দু চক্রবর্তী
জীবন দিলাম রক্ত দিলাম পদ্মা হইলো লাল
বর্গী আবার বায়না ধরে পাইতা মরণজাল ॥
মা হারাইলো সোনার ছেলে বোনরা দিল মান
স্বাধীনতা পরম পাওয়া নয়তো কারো দান
আবার ডাইনি হাসে পিশাচ নাচে জ্বালাও না মশাল ॥
সেদিন মাঠে ছিলনা ধান ছিল জমা হাড়
হাড়ে মাংসে রক্তে মিশে হয়রে একাকার
যদি সেই রাক্ষসে আবার হাসে ভাঙ্গো তার চোয়াল ॥