কথা ও সুর : মাহমুদ সেলিম ও অলক দাশগুপ্ত
গ্রাম থেকে জেগে উঠো, শহর থেকে জেগে ওঠো
মাঠ প্রান্তর থেকে, কারখানা কল থেকে
দৃপ্ত শপথে জেগে ওঠো
বিশ্বগ্রাসী দাবনটাকে বিশ্বমানব দাঁড়াও রুখে ॥
যারা ঈগলের হিংস্র ডানায় ঢাকে সুনীল আকাশ
যারা পারমাণবিক বিষে বিষাক্ত করছে বাতাস
যারা সন্ত্রাসে হত্যায় দেশে দেশে রক্ত ঝরায়
যারা নিরীহ শিশুর প্রাণ বোমার আঘাতে কেড়ে নেয়
রুখে দাও, এসো রুখে দাও
সেই বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্বমানব দাঁড়াও রুখে ॥
যারা কেড়ে নেয় বিশ্বের শিশুদের মুখ থেকে গ্রাস
যারা ধর্মের নামে হানে অস্ত্র-মৃত্যু-সন্ত্রাস
যারা জঙ্গীদমন ছলে দেশে দেশে গাড়ছে ঘাঁটি
যারা ইচ্ছে হলেই লোটে তেল, গ্যাস, দেশের মাটি
রুখে দাও, এসো রুখে দাও
সেই বিশ্বগ্রাসী দানবটাকে বিশ্বমানব দাঁড়াও রুখে ॥