কথা : মো. রফিকুজ্জামান
সুর : সুজেয় শ্যাম
দিল ডাক রক্তে রক্তে তপ্ত ফাল্গুন
অযুত দুর্জয় প্রাণ দীপ্ত আবেগ নিয়ে দুলছে
অযুত দুর্জয় সাগর জোয়ার হয়ে ফুলছে ॥
জ্বলছে ফাগুন আগুন হয়ে আজ পথে পথে
জ্বলছে ফাগুন দারুণ রোষে আজ জনমতে
বঞ্চিত বুকের হাজার বছরের ক্ষোভ
শৃঙ্খল বন্ধন খুলছে ॥
মিলছে আজ সবার ক্ষুদ্ধ হাত হাতে হাতে
মিলছে এবার সবার কণ্ঠধ্বনি প্রতিবাদে
ঝঞ্জার বেগে উড়িয়ে আঁধারের রাত
নিদ্রিত সূর্যকে তুলছে ॥