উদীচী বার্তা প্রতিবেদক
উদীচী সিলেট বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে সম্প্রতি। অনলাইন মাধ্যমে আয়োজিত এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাবেক সহসভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
উদীচী বার্তা প্রতিবেদক
করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় সরাসরি সাংগঠনিক কর্মকাণ্ড বন্ধ থাকলেও দিন যত গড়াচ্ছে ততোই আড়মোড়া ভেঙে সরাসরি সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে উদীচী। তারই অংশ হিসাবে দিনব্যাপী আবৃত্তি ও প্রচারবিষয়ক কর্মশালা সম্পন্ন করেছে উদীচী চাঁদপুর জেলা সংসদ। গত ১১ই সেপ্টেম্বর জেলা উদীচী কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। >>>
উদীচী বার্তা প্রতিবেদক :
উদীচী মানিকগঞ্জ জেলা সংসদের কার্যালয়ে তল্লাশির নামে রহস্যজনক আচরণ করেছে পুলিশ। এ সময় অযাচিতভাবে জেলা সংসদ নেতাদের সঙ্গে অশোভন আচরণও করে দায়িত্বরত অফিসার। গত ৯ সেপ্টেম্বর রাতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের এমন অপেশাদার ও সৌজন্যবালাইহীন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনের নেতারা। ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও উদীচীর কর্মী শুভানুধ্যায়ীরা। এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন ওই ঘটনার যথাযথ কারণ দেখাতে পারেননি।