কথা : প্রবীর সরদার
সুর : শাহীন সরদার
শত সংগ্রামের স্বপ্ন নিয়ে
হৃদয়ে ফুটেছে ফুল,
লাল সেলাম হে বিপ্লবের যোদ্ধা
কমরেড তাজুল ॥
ঘুমিয়ে রয়েছে কমরেড আমার
ডেকো না ডেকো না কেহ,
অশোক-শিমুলে মিনার গড়েছি
এ তো নয় কোন দেহ।
এখানে একদিন ফুটবেই জেনো সহ¯্র শিমুল ॥
চেতনায় ছিল রঙিন স্বপ্ন
বিপ্লব ছিল বুকে,
হাতের মঠোয় ক্ষিপ্রতা ছিল
শ্লোগান ছিল মুখে।
জোয়ার এসেছে, জোয়ার ভেঙ্গেছে, ভেঙ্গেছে নদীর কূল ॥
মুক্তি মিছিল এগিয়ে নিয়েছে
সাথে নিয়ে সবহারা,
মিছিলে মিছিলে তাজুল হয়েছে
আকাশের ধ্রুবতারা।
হৃদয়ে হৃদয়ে বপন করেছি শুভ্র শ্বেত বকুল ॥
রচনাকাল: ৮ ফেব্রুয়ারি ২০১১