কথা: সিদ্দিক মোল্লা
৪০ বছর স্বাধীন হলো ভাগ্যের বদল হল না
কত সরকার আইরো গেল গরীব কিছু পাইলো না।
৪০ বছর স্বাধীন হলো ভাগ্যের বদল হলো না।
৭২-এর সেই সংবিধান আজো হয় নাই তার সমাধান
ধনি গরীব এই ব্যবধান আর কিছু তো দেখি না।।
৪০ বছর স্বাধীন হলো ভাগ্যের বদল হলো না
বঙ্গবন্ধুর যে কল্পনা মুখে বলে কাজে হয় না
ধনি আরো ধনি হলো, গরীব কিছু পাইলো না
৪০ বছর স্বাধীন হলো ভাগ্যের বদল হল না
পাগল সিদ্দিক ভেবে বলে এসোরে ভাই দলে দলে
কৃষক শ্রমিক ছাত্র মিলে গড়তে হবে সেই সমাজ খানা
৪০ বছর স্বাধীন হলো ভাগ্যের বদল হলো না।