১৫-১৬ মে মানিকগঞ্জে উদীচীর কেন্দ্রীয় আর্ট ক্যাম্প

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে আগামী ১৫ ও ১৬ মে মানিকগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে চারুকলা বিষয়ক আর্ট ক্যাম্প। আগামী ১৫ মে সকালে মানিকগঞ্জের ভালকুঠিয়ায় দু’দিনব্যাপী এ ক্যাম্পের উদ্বোধন করবেন বিশিষ্ট পট শিল্পী রঘুনাথ চক্রবর্তী। উদীচীর কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ আয়োজিত এ ক্যাম্পে অতিথি হিসেবে অংশ নেবেন শিল্পী আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, শংকর সাওজাল, আলপ্ত গীন তুষার, কিরীটি রঞ্জন বিশ্বাস, হারুনুর রশিদসহ জাতীয় পর্যায়ের স্বনামধন্য শিল্পীরা। এই ক্যাম্পে সারাদেশ থেকে আগত উদীচীর চারু শিল্পীরা অংশ নিচ্ছেন।

চারুকলা বিষয়ক আর্ট ক্যাম্প প্রস্তুতি কমিটির আহবায়ক ও উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য কিরীটি রঞ্জন বিশ্বাস জানান, শিল্পচর্চাকে মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই গ্রামীণ পরিবেশে এ ধরনের ক্যাম্প আয়োজন করছে উদীচী। আগামী ১৬ মে সন্ধ্যায় সমাপ্ত হবে উদীচীর চারুকলা বিষয়ক আর্ট ক্যাম্প। মানিকগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে উন্মুক্ত প্রদর্শনী করা হবে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষের অনুষ্ঠানমালার অংশ হিসেবে উদীচী নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ম্যাডোনা-৪৩’।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.