সাকা চৌধুরীর ফাঁসির রায় বহালে উদীচী’র সন্তোষ, বাস্তবায়নের দাবি

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম ও এর আশপাশের অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করে মুক্তিকামী মানুষকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন, হত্যা ও গণহত্যার দায়ে অভিযুক্ত, চট্টগ্রামের কলঙ্ক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে দেয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী’র সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সাকা চৌধুরীর আপিল আবেদন খারিজ করে দেয়ায় তার পরিকল্পনায় সংঘটিত হত্যাকাণ্ডের শিকার এবং তার দ্বারা প্রত্যক্ষ নির্যাতনের শিকার পরিবারের সদস্যরাসহ মুক্তিযুদ্ধে স্বপক্ষের জনগণ স্বস্তি পেয়েছেন। এছাড়া, চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে এই ঘৃণ্য যুদ্ধাপরাধী বাংলাদেশের বিচারব্যবস্থাকে কটাক্ষ করে বারবার যেসব মন্তব্য করেছেন, এই রায়ের মাধ্যমে তার সমুচিত জবাবও দেয়া হলো। এ রায়ের মাধ্যমে জাতি হিসেবে কলঙ্কমুক্তির পথে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেলো বলে মনে করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। এছাড়া, স্বাধীনতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির যে প্রত্যাশা এদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের মধ্যে ছিল তা কিছুটা দেরিতে হলেও ধীরে ধীরে বাস্তবায়ন হওয়ার পথে রয়েছে বলে মন্তব্য করেন তারা। অবিলম্বে এ রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ এবং রিভিউ নিস্পত্তির মাধ্যমে যত দ্রুত সম্ভব সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর মাধ্যমে রায় কার্যকরের জন্য সরকারের প্রতি আহবান জানান কামাল লোহানী ও প্রবীর সরদার। এছাড়া, অন্যান্য যেসব যুদ্ধাপরাধীর বিচারকাজ প্রলম্বিত হচ্ছে সেগুলো অবিলম্বে নিস্পত্তির দাবিও জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

বিবৃতিতে উদীচীর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আরো বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আনা নয়টি অভিযোগ প্রমাণিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে রাউজানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহকে হত্যা, সুলতানপুর বনিকপাড়া ও ঊনসত্তরপাড়ায় হিন্দু বসতিতে গণহত্যা, হাটহাজারীর এক আওয়ামী লীগ নেতা ও তার ছেলেক অপহরণের পর খুনের দায়ে সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ওই সবগুলো অভিযোগের মৃত্যুদণ্ডই আপিল বিভাগে বহাল রয়েছে। এছাড়া, আরো চারটি অভিযোগ সাকা চৌধুরীকে দেয়া বিভিন্ন মেয়াদের কারাদণ্ডও বহাল রাখে আপিল বিভাগ। তাই, অবিলম্বে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে দেশের মুক্তিযুদ্ধপ্রেমী জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানান উদীচী’র সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার।

বার্তা প্রেরক,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.