দৈনিক ভোরের কাগজ-এর সংস্কৃতি বিষয়ক প্রতিবেদক কিশোর কুমারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক শোক বার্তায় উদীচী’র কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী বলেন, এতো অল্প বয়সে কিশোর কুমারের মতো একজন সাংবাদিকদের মৃত্যু দুঃখজনক। সাংবাদিকতা জগত এবং দেশের শিল্প-সংস্কৃতি জগতকে তাঁর আরো অনেক কিছু দেয়ার ছিল বলেও মন্তব্য করেন কামাল লোহানী। শোক বার্তায় উদীচী’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, সংস্কৃতি জগতের যেকোন অনুষ্ঠান বা আয়োজনের সংবাদ সংগ্রহ এবং তা সাবলীল ভঙ্গিমায় লেখার ক্ষেত্রে কিশোর কুমারের বিশেষ দক্ষতা ছিল। সারাদিন ধরে সংবাদের পেছনে ছুটে চলা কিশোর কুমা অল্প সময়ের মধ্যেই সবার ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। তাঁর অকাল মৃত্যুতে দেশের সংস্কৃতি বিষয়ক সাংবাদিকতার জগতের ক্ষতি হলো বলেও মন্তব্য করেন প্রবীর সরদার।
দৈনিক ভোরের কাগজ-এর সাংবাদিক কিশোর কুমার ০২ জুন’ ২০১৪ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এই প্রতিশ্র“তিশীল সাংবাদিকের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উদীচী’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।