শিল্পী মোহাম্মদ কিবরিয়ার মৃত্যুতে উদীচী’র শোক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক এবং দেশের নির্বস্তুক চিত্রকলার পথিকৃৎ বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়ার মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গভীর শোক প্রকাশ করেছে। বাংলাদেশের চিত্রকলাকে যাঁরা আন্তর্জাতিক মানে উন্নীত করেছিলেন তাদের মধ্যে মোহাম্মদ কিবরিয়া অন্যতম। নিভৃতচারী এই শিল্পীর মৃত্যুতে দেশের শিল্পীসমাজে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।