শরীয়তপুরে জামায়াতের সাবেক আমীর ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধী অধ্যাপক গোলাম আযমের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী শরীয়তপুর জেলা সংসদের আয়োজনে গত ২০ জুলাই শনিবার বিকেলে জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করেছে জেলা গণজাগরণ মঞ্চ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, জেলা উদীচী সভাপতি এম,এম, আলমগীর, সাধারণ সম্পাদক অরুন কুমার সাহা, সহসভাপতি এডভোকেট আজিজুর রহমান রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নজরুল ইসলাম রিপন, উদীচী নেতা সাইদ মাহমুদ, শরীয়তপুর সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতি মহসিন মাদবর, জেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক তানভীর , ছাত্র ইউনিয়ন আহবায়ক মানিক প্রমূখ। বক্তারা বলেন, রাজাকার প্রধান গোলাম আযমের ৯০ বছর জেল একটি আপোষকামী রায়। গোলাম আযম ও কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধী’র সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে দ্রুত কার্যকর না করলে আরো কঠোর কর্মসূচী দেওয়ার হুঁসিয়ারী সংকেত তুলে সরকারের প্রতি জোর দাবি জানান।