যুগল অনু নাটক “দাফন” এবং “হত্যার শিল্পকলা” র মঞ্চায়ন ১ জুন

আগামী ১ জুন উদীচী’র যুগল অনু নাটক “দাফন” এবং “হত্যার শিল্পকলা” র ৩য় মঞ্চায়ন।
মানুষের সামাজিক অস্তিত্ত্বের সঙ্গে চৈতণ্যলোকের অস্তিত্ত্ব নিবীড়ভাবে সম্পর্কযুক্ত। এই সম্পর্ক স্বীকার করে সাংস্কৃতিক হাতিয়ার ব্যাবহারের অপরিহার্যতার উপলব্ধি থেকে আজন্ম সাংস্কৃতিক সংগ্রাম করে আসছে উদীচী। _MG_0912এই সংগ্রাম শানিত হয়েছে কবিতা, গান ও নাটকের মাধ্যমে। উদীচী’র নাট্যক্রিয়া পথে ও মঞ্চে সমান্তরালে প্রবাহিত।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী (কেন্দ্রীয় নাটক বিভাগ) আয়োজন করতে যাচ্ছে যুগল অনু নাটক “হত্যার শিল্পকলা” এবং “দাফন” এর প্রদর্শনী। একটি অনাকাঙ্খিত লাশ এবং সেই লাশকে ঘিরে গ্রামীন কুসংস্কার অথবা ধর্মের নামে মানুষ হত্যার মতো বর্তমান সময়ের অতি প্রাসঙ্গিক বিষয়বস্তু এই নাটকদ্বয়ের (“দাফন” এবং “হত্যার শিল্পকলা”) উপজীব্য। এই যুগল নাটকের উদ্দেশ্য সমাজে ধর্মীয় মৌলবাদ, ধর্মীয় সংকীর্ণতা এবং কুসংস্কারের বিরুদ্ধে জীবনের স্বাস্বত সৌন্দর্যকে তুলে ধরা। আগামী পহেলা জুন এই যুগল নাটকের ৩য় মঞ্চায়ন অনুষ্ঠিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.