মিশুক মুনীর

মিশুক মুনীর। পুরো নাম আশফাক মুনীর চৌধুরী (১৯৫৯ -১৩ আগস্ট ২০১১)। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে। নোয়াখালী জেলায় জন্ম নেয়া মিশুক মুনীর ছিলেন একাধারে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সাংবাদিক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র ও ভিডিওগ্রাহক।

মিশুক মুনীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (১৯৭৯-১৯৮৩) পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা শেষ করে একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগে শিক্ষকতা শুরু করেন। মিশুক মুনীরই প্রথম ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ‘ভিডিও জার্নালিজম কোর্স’ চালু করেন। ১৯৯৮ সালে তিনি শিক্ষকতা ছেড়ে পুরোদস্তুর সাংবাদিকতায় যুক্ত হন। ১৯৯৯ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি একুশে টিভির বার্তা প্রধান (পরিচালনা) হিসেবে দায়িত্ব পালন করেন। কানাডার রিয়েল নিউজ নেটওয়ার্কেও হেড অব ব্রডকাস্ট অপারেশন্স হিসেবে দীর্ঘ আট বছর কাজ করেন তিনি। সর্বশেষ ২০১০ সালে তিনি এটিএন নিউজে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেন। মিশুক মুনীর একাডেমি অব কানাডিয়ান সিনেমা অ্যান্ড টেলিভিশন এবং কানাডিয়ান ইনডিপেনডেন্ট ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সদস্য এবং কানাডিয়ান সোসাইটি অব সিনেমাটোগ্রাফির সহযোগী সদস্য ছিলেন।

২০১১ সালের ১৩ই আগষ্ট মানিকগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত পরিচালক তারেক মাসুদের সাথে নিহত হন মিশুক মুনীর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.