কথা ও সুর : সত্যেন সেন
মারো জোয়ান হেঁইও মারো কষে টান
তালে তালে ফেল বৈঠা নদীতে উজান ॥
ও মাঝি হাল তোর শক্ত করে ধর
পুব আকাশে গর্জে দেয়া কিসের তাতে ডর
পথের বাধা মানবোনা রে আসুক ঝড় তুফান ॥
মাঝ নদীতে ভরা নাও কতই হল তল
সামনে পিছে নাচে মুখর কুটিল কালো জল
হও হুশিয়ার পাক্কা মাঝি মজুর আর কিষাণ ॥
ওই ওপারে স্বপ্নে দেখা জাগে সোনার কূল
মোদের লাগি ডাক পাঠালো করিসনা রে ভুল
ঘোর আঁধারে পথ দেখাবে আগুনের নিশান ॥
ডাক শুনে আজ এসেছে সব পেছনে কেউ নেই
লক্ষ হাতে হাত মিলিয়ে আমরা পাড়ি দেই
একই পথের যাত্রী মোরা জোরসে আগুয়ান ॥