কথা: সিদ্দিক মোল্লা
ধনীরা খায় কোরমা পোলাও গরবিরা না খাইয়া মরে
তাজ্যব হইয়া গেলামরে ভাই এই সমাজের ব্যবহারে
গরীবের ধন লুট করিয়া গাড়ি বাড়ি বানাইয়া
খাট পালংক ও বানাইয়া গাজা মদের আড্ডা করে
তাজ্যব হইয়া গেলামরে ভাই এই সমাজের ব্যবহারে
গরীব দুঃখির ভোট টানিয়া মন্ত্রি মিনিষ্টার হইয়া
এখন দেখি বুক ফুলাইয়া গল্প করে
তাজ্যব হইয়া গেলামরে ভাই এই সমাজের ব্যবহারে
পাগল সিদ্দিক ভেবে বলে এসোরে ভাই দলে দলে
কৃষক শ্রমিক ছাত্র মিলে সমাধান হোক একেবারে
তাজ্যব হইয়া গেলামরে ভাই এই সমাজের ব্যবহারে
ধনীরা খায় কোরমা পোলাও গরীবরা না খাইয়া মরে
তাজ্যব হইয়া গেলামরে ভাই এই সমাজের ব্যবহারে।