কথা: সিদ্দিক মোল্লা
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে
ওই নিতাই সংসদে যাইয়া নিজে নিজের ঝুলি ভরে
দেশ গেল দেশ বলে কত নিতাই চিৎকার পাড়ে
হাইরে সোনার বাংলাদেশে গরীব কেন না খাইয়া মরে
ন্যায্য কথা কইলে পরে ধনীর মাথা গরম করে
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে
গরীব দুঃখীর ভোটটা নিয়া মন্ত্রী মিনিস্টার হয়া
এখন দেখি বুক ফুলাইয়া লম্বা লম্বা কথা বলে
বৃটিশ যায় পাকিস্তান এলো ভাগ্য বদল না হইলো
স্বাধীনতা চল্লিশ বছর গরীব কিছু পাইলো নারে
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে
পাগল সিদ্দিক ভেবে বলে জোট বাঁধো ভাই দলে দলে
কৃষক শ্রমিক ছাত্র মিলে সাম্য শান্তি আনতে হবে
দেশ গেল দেশ গেল বলে কত নিতাই চিৎকার পাড়ে।