কথা : সত্যেন সেন
দিনে যদি হোসরে কানা
কি হবে আর রাত্রি হলে
ভুজবি কি আর মলে(ভাইরে)
খেটে খেটে মরলি খালি
অভাবেই দিন কাটালি
দিনে দিনে সব খোয়ালি
এমনি কপাল পোড়া
ও তোর রক্ত চুষে হচ্ছে মোটা
টাকার কুমির যত
পরের ধনের পোদ্দারেরা
মারছে তোরে ছলে বলে
তোমার ঐ হাতের জোরে
ক্ষেত ওঠে শস্য ভরে
সেই শস্যে বাঁচাই ওরে
দেশের নরনারী লোকের প্রাণ
তবু চাষীর পেটে ভাত জোটে না
রক্ত হইল পানি
খাজনা ট্যাক্সের বিষম বোঝা
মরণ এবার যাতাকলে