ড. মৃদুল কান্তি চক্রবর্তী‘র প্রয়াণে উদীচী’র শোক সভা অনুষ্ঠিত
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদীচী কেন্দ্রীয় সংসদের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিশিষ্ট ফোকলোর গবেষক, লোকসঙ্গীত শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মৃদুল কান্তি চক্রবর্তী’র মৃত্যুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গত ২৬ আগস্ট ২০১১ শুক্রবার বিকাল ৫ টায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে এক শোক সভার আয়োজন করে। উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক নিরঞ্জন অধিকারী’র সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সহ-সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, জামসেদ আনোয়ার তপন, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন, সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান, কেন্দ্রীয় সংসদ সদস্য এ.এন. রাশেদা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ড. মৃদুল কান্তি চক্রবর্তী‘র স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শোকসঙ্গীত পরিবেশন করে উদীচী ঢাকা মহানগর সংসদ, শিল্পী আক্তার, জয়া সেন গুপ্তা এবং আবৃত্তি পরিবেশন করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী বেলায়েত হোসেন।
শোক সভায় আলোচকবৃন্দ ল্যাব এইড হাসপাতালের চিকিৎসকের অবহেলার কারণে ড. মৃদুল কান্তি চক্রবর্তীর মৃত্যু হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বর্তমানে স্বাস্থ্য সেবা খাতকে বাণিজ্যিক খাতে পরিণত করায় সুচিকিৎসার অভাবে অনেক মানুষ মৃত্যুবরণ করছেন এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক পরিবার।
উদীচীর নেতৃবৃন্দ এ ধরনের খামখেয়ালিপনার তীব্র প্রতিবাদ জানান এবং বেসরকারি হাসপাতালগুলোতে নিয়মিত মনিটরিং-এর আওতায় নিয়ে আসার জন্য সরকাররে কাছে দাবি জানান।