কথা : কবি মাহবুব উল আলম চৌধুরী
সুর : শাহীন সরদার
ঝড় উঠছে ঝড় উঠছে
বিপন্নে আর্তনাদ নিপীড়িত কান্না
দিকে দিকে বিপ্লবী হাওয়া
ভরে তুলছে ভরে তুলছে
দেশ জুড়ে মানুষেরা জাগছে ॥
কৃষকের ভাত চাই ভাত চাই
কম দামে সার চাই সার চাই
শ্রমিকের কাজ চাই কাজ চাই
ফ্যাক্টরি বড় বড় কল কারখানা
বন্ধ করা চলবেনা।
বন্ধ করার নীতি মানবোনা
অচল মানবোনা
কান পেতে শোন শোন আহ্বান
দিকে দিকে মানুষের জয়গান।
একতায় হিম্মতে দিন দিন বাড়ছে
দিন দিন বাড়ছে বাড়ছে
ঝড় উঠছে পাতা নড়ছে
দিকে দিকে লড়াইয়ের নাকাড়া
বাজছে বাজছে।