জঙ্গিবাদী হামলায় নিহত মুক্তমনা লেখক অভিজিৎ রায়-এর বইয়ের প্রকাশক জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে হত্যা এবং আরেক প্রকাশক শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুল রশিদ চৌধুরী টুটুল, লেখক তারেক রহিম ও লেখক রণদীপম বসুকে হত্যা চেষ্টার প্রতিবাদে আগামীকাল ০৩ নভেম্বর গণজাগরণ মঞ্চের ডাকা দেশব্যাপী আধা বেলা হরতালে সমর্থন দিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে সংগঠনের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার এ সমর্থনের কথা জানান। বিবৃতিতে তারা বলেন, হরতালের সমর্থনে আগামীকাল সারাদেশে উদীচীর শিল্পী-কর্মীরা রাজপথে সক্রিয় অবস্থান নেবেন।
বিবৃতিতে উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, প্রথমে ব্লগার এরপর প্রকাশকদের হত্যা করার অপসংস্কৃতি শুরু হলেও তা ঠেকাতে সরকার ও প্রশাসনের তেমন কার্যকর কোন উদ্যোগ দৃশ্যমান নয়। পূর্ববর্তী হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িতদের গ্রেফতারে ব্যর্থ হওয়া ছাড়াও যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ অবস্থায় নতুন করে প্রকাশকদের উপর হামলার ঘটনা দেশে মুক্তবুদ্ধির চর্চাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতাকে চরমভাবে বিপন্ন করছে। তাই, আগামীকাল গণজাগরণ মঞ্চ ঘোষিত দেশব্যাপী অর্ধদিবস হরতাল কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে এর প্রতি সমর্থন ব্যক্ত করছে উদীচী। একইসাথে ধর্ম-বর্ণ এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সারাদেশের সর্বস্তরের সাধারণ মানুষকে হরতালের সমর্থনে রাস্তায় নেমে আসা এবং সব ধরনের যানবাহন ও অফিস-আদালত-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার আহবানও জানান উদীচীর নেতৃবৃন্দ।