খগেশ কিরণ তালুকদারের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন
গত ১১ জুলাই, ২০১১ সোমবার বিকাল ৪টায় ঝিনাইদহ জেলা উদীচী কার্যালয়ে জেলা সংসদের উদ্যোগে উদীচীর কেন্দ্রীয় সহ-সভাপতি খগেশ কিরণ তালুকদারের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়। উক্ত অনুষ্ঠানে খগেশ কিরণ তালুকদারের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন কাজী ফারুক। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি রেজাউল করিম। সভায় আরও বক্তব্য রাখেন হিরালাল চন্দ রতন, বিশ্বজিৎ গুহ রায়, ইমামগীর বিশ্বাস। সভা পরিচালনা করেন সম্রাট। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্ব-রচিত কবিতা পাঠ করেন সালমা সুলতানা। সঙ্গীত পরিবেশন করেন আরিফ, সম্রাট, পলাশ, রিপা, তপতি, রোশনী, জামিরুল, পল্লব, সমরেশ, রতœা ও মিতা। নৃত্য পরিবেশন করেন রিপা ও রোশনী।