কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফুজুল বারী-এর প্রতি শ্রদ্ধা নিবেদন

কেন্দ্রীয় শহীদ মিনারে মাহফুজুল বারী-এর প্রতি শ্রদ্ধা নিবেদন

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি এবং মহান মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক ড. মাহফুজুল বারী ২৩ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর স্মৃতির প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন ।  বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র আয়োজনে ২৪ জানুয়ারি’২০১৭ বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। ওই সময়ে ড. মাহফুজুল বারী-এর স্বজন, আত্মীয় এবং গুণমুগ্ধরাসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সর্বস্তরের মানুষ এই মহান যোদ্ধার প্রতি শ্রদ্ধা জানাবেন। উদীচী কানাডা সংসদের সম্মানিত উপদেষ্টা ড. মাহফুজুল বারী ২৩ জানুয়ারি সকালে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি এবং মহান মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক ড. মাহফুজুল বারী-এর স্মৃতির প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে আংশগ্রহনের জন্য সর্বস্তরের জনগনের প্রতি  বিনীত অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.