১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় শেরপুরসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে হত্যা, গণহত্যা, ধর্ষণ ও অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মোহাম্মদ কামারুজ্জামানের দায়ের করা রিভিউ আবেদন খারিজ এবং তার বিরুদ্ধে দেয়া আপিল বিভাগের মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক বিবৃতিতে উদীচী’র সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রিভিউ খারিজ করে দেয়ায় কামারুজ্জামানের পরিকল্পনায় গণহত্যার শিকার শেরপুরের সোহাগপুর গ্রামের মানুষসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের জনগণ স্বস্তি পেয়েছেন। এছাড়া, ঘৃণ্য যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের সর্বোচ্চ শাস্তির যে প্রত্যাশা এদেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষের মধ্যে ছিল তা কিছুটা দেরিতে হলেও ধীরে ধীরে বাস্তবায়ন হওয়ার পথে রয়েছে বলেও মন্তব্য করেন তারা। এর মাধ্যমে জাতি হিসেবে কলঙ্কমুক্তির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে মনে করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। এ মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় যত দ্রুত সম্ভব রায় বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান কামাল লোহানী ও প্রবীর সরদার। এছাড়া, অন্যান্য যেসব যুদ্ধাপরাধীর বিচারকাজ প্রলম্বিত হচ্ছে সেগুলো অবিলম্বে নিস্পত্তির দাবিও জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।
বিবৃতিতে উদীচীর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আরো বলেন, কামারুজ্জামানসহ একের পর এক জামায়াতে ইসলামীর নেতা মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত ও দণ্ডপ্রাপ্ত হওয়ার ঘটনায় একাত্তরে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে দলটির সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। বিভিন্ন মামলার রায় ঘোষণার সময় আদালতের পর্যবেক্ষণেও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে এসেছে। তাই এই দলটির বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না মন্তব্য করে অবিলম্বে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক। শুধু রাজনীতি নিষিদ্ধই নয়, তাদের নেতাদের প্রত্যক্ষ মদদে ও পৃষ্ঠপোষকতায় যেসব অর্থনৈতিক ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার সবগুলোকে রাষ্ট্রায়ত্ত্বকরণের মাধ্যমে জামায়াতের অর্থনৈতিক ভিত্তি নিশ্চিহ্ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান উদীচী’র সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার।