কাফরুল শাখার সম্মেলনে পুলিশি বাধার তীব্র নিন্দা জানিয়েছে উদীচী

যথাযথ প্রক্রিয়ায় আগে থেকে জানানোর পরও উদীচী কাফরুল শাখার দ্বিবার্ষিক সম্মেলনের উন্মুক্ত অনুষ্ঠান করার ক্ষেত্রে পুলিশের বাধাদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদ। এক যৌথ বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার এবং ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশ ও সাধারণ সম্পাদক ইকবালুল হক খান বলেন, সাংগঠনিক গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দু’বছর পরপর উদীচী’র প্রতিটি জেলা ও শাখা সংসদ নিজ নিজ সম্মেলন আয়োজন করে। সেই মোতাবেক গত ০২ সেপ্টেম্বর ঢাকা মহানগর সংসদের আওতাভুক্ত কাফরুল শাখা উদীচী’র সম্মেলন আয়োজন করা হয়। সম্মেলনের সাংগঠনিক অধিবেশনের পর বিকেলে মিরপুর-১০ নম্বর এলাকায় উন্মুক্ত স্থানে সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করা হয়। এ বিষয়ে স্থানীয় পুলিশকে যথাযথভাবে চিঠি দিয়ে জানানোর পরও ওইদিন বিকেলে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ আগে সুুনির্দিষ্ট কোন কারণ ছাড়াই পুলিশ অনুষ্ঠানস্থলে গিয়ে বাধা দেয়। উদীচী নেতৃবৃন্দের বারবার অনুরোধ ও আপত্তি সত্ত্বেও এক পর্যায়ে অনুষ্ঠানের মঞ্চ ভেঙ্গে দেয় পুলিশ। এই মুহূর্তে দেশে কোন জরুরী অবস্থা জারি নেই। অথবা উন্মুক্ত স্থানে সভা-সমাবেশও নিষিদ্ধ ঘোষণা করেননি ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ। তারপরও কোন যুক্তিতে উদীচী’র কাফরুল থানা সম্মেলনের উন্মুক্ত অনুষ্ঠানে বাধা দেয়া হলো তা বোধগম্য নয়। সম্মেলনে নিন্দনীয় বাধা দেয়ার প্রতিবাদে মিরপুরে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে উদীচী।

১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মহান স্বাধীনতা সংগ্রামসহ দেশের প্রতিটি অসাম্প্রদায়িক, মৌলবাদবিরোধী এবং মানুষের ন্যয়সঙ্গত অধিকার আদায়ের সংগ্রামে সোচ্চার ভূমিকা পালন করেছে। উগ্র ধর্মান্ধতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে উদীচী’র শিল্পী-কর্মীরা সর্বদাই রাজপথে সোচ্চার থেকেছেন। এ কারণে ১৯৯৯ সালে যশোর এবং ২০০৫ সালে নেত্রকোনায় দু’দফা উগ্র মৌলবাদী অপশক্তির ঘৃণ্য বোমা হামলার শিকারও হতে হয়েছে উদীচীকে। শুধু অন্যায়-অবিচারের প্রতিবাদ নয়, বাংলার আবহমান সংস্কৃতির সংরক্ষণ এবং প্রচার ও প্রসারেও ভূমিকা রেখে চলেছে উদীচী। দেশের অন্যতম বৃহত্তম প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন উদীচী’র কাফরুল শাখার সম্মেলনে বাধা দেয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে প্রগতিশীল সংস্কৃতি চর্চাকে বাধাগ্রস্ত করা হলো বলেও মনে করে উদীচী। উদীচী কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদ এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে এবং এর সাথে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। উদীচী কাফরুল শাখার সম্মেলনে পুলিশি বাধার প্রতিবাদে আগামীকাল বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.