কথা: সিদ্দিক মোল্লা
ওরা লম্বা লম্বা কথা বলে নিজের স্বার্থ ছাড়ে না
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।
ওরা রাতে করে কালো বাজারী দিনে গরীবের কথা বলে
তবু আমরা সবাই ওদের পিছে যাই ছুটে দলে দলে
আমরা রক্ত দিয়ে ওদের বাঁচায় ওরা সেটাও মনে রাখে না।
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।
ওদের উপর দিয়ে ভীষণ ফিটফাট দেখতে লাগে যেন চমৎকার
কিন্তু ভেতর দিয়ে হয় সদরঘাট দুঃখ কষ্ট হাহাকার
এই সব রংচং দেখে ভূলে গেলে দুঃখ মোদের যাবে না
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।
এবার নিজের পায়ে দাঁড়াও সবে
তাতে পাওটা তোমার শক্ত হবে
এই সমাজ নামের নৌকটারে ঠিক পথে চালাতে হবে
নৌকোর হাল থাকিলে ওদের হাতে
সে নৌকো তোমার কথায় চলবে না
ওদের পিছে ঘুরলে মোদের মুক্তি হবে না।