কথা: সিদ্দিক মোল্লা
এই কোটি পতির সমাজে দেখিলাম ঘুরে ফিরে
গরীব দুঃখীর আপন কেহ নাই
ও কৃষক ভাই, গরীব দুঃখীর আপন কেহ নাই।
কোটিপতি হলে বুক ফুলিয়ে বলে
আল্লায় দেছে আমার কিছু নাই।
এই কোটিপতির আঘাতে গরীব রইল ফুটপথে
আল্লায় বুঝি তাদের দেখে নাই,
ও শ্রমিক ভাই গরীব দুঃখীর আপন কেহ নাই
নির্বাচন আসিলে ওই কোটিপতি বলে
তুমি আমি একই বংশের ভাই।
নির্বাচন ফুরাইয়া গেলে নিজে নিজের পেট ভরে
সংসদে গরীবের কথা নাই
ও কৃষক ভাই, গরীব দুঃখীর আপন কেহ নাই।
পাগল সিদ্দিক ভেবে বলে এসোরে ভাই দলে দলে
সুন্দর একখান সমাজ গড়তে চাই
যে সমাজে খাবার দেয় না ভাত কাপড়ের কথা কয়না,
ওই সমাজ গরীবের দরকার নাই
ও শ্রমিক ভাই গরীব দুঃখীর আপন কেহ নাই।
এই কোটিপতির সমাজে দেখিলাম ঘুরে ফিরে
গরীব দুঃখীর আপন কেহ নাই।