উদীচী’র সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
গত ১০ জুন ২০১১ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ কমরেড মণি সিংহ সড়কস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত উদীচীর সকল জেলা-শাখার সাধারণ সম্পাদক ও সাংঠনিক সম্পাদকদের সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে সারাদেশ থেকে উদীচী’র শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ‘সমাজ সভ্যতার ক্রমবিকাশের ইতিহাস ও দ্বান্দ্বিকতা’ বিষয়ে ডা. শাহীন রহমান, ‘সমসাময়িক আর্থ-সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং সংস্কৃতিকর্মীর ভূমিকা’ বিষয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী এবং ‘উদীচী: সংগঠন ও সাংগঠনিক শৃঙ্খলা’ বিষয়ে উদীচীর সহ-সভাপতি অধ্যাপক রতন সিদ্দিকী প্রশিক্ষণ প্রদান করেন।