কথা : আশরাফ হোসেন
সুর : সুকুমার দাস
আরশির সামনে একা একা দাঁড়িয়ে
যদি ভাবি কোটি জনতার মুখ দেখবো
হয়না হয়না হয়না
কে বলেছে হয়না, এসো এই মঞ্চে
উদীচী এমনই এক আয়না ॥
সত্যেন রণেশের আঁকা পদচিহ্ন
লাল খামে বাঙালির ঠিকানা অভিন্ন
কানাগলি রাজপথ মিশে সেই মোহনায়
অন্য পথের দিশা চাইনা ॥
প্রগতির মিছিলে এই নব মাত্রা
শুরু হোক অনিয়ম ভাঙবার যাত্রা
থেমে থাকা আর নয় এখনি সে সময়
যুদ্ধে যাবার দেরি সয়না ॥