কথা : সত্যেন সেন
সুর : শেখ লুৎফর রহমান
আগু নিভাইবো কেরে
এ আগুন নিভে নিভে নিভে
আগুন নিভে নিভে নিভে না
এ আগুন জ্বলে দ্বিগুন
জ্বলে দ্বিগুন
চাপা দিলেও এ আগুন নিভবে না
ঘরে ঘরে জ্বলে আগুন
এ আগুন জ্বলে মনে মনে
এই যে চোখের জ্বলে আগুন জ্বলে
নিভাইবো কেমনে
হায় হায় নিভাইবো কেমনে
আইলোরে ঐ ঝড়ের হাওয়া
ছাই চাপা রবে না আগুন
ছাই চাপা রবে না রে
তোমার ঐ জঙ্গী আইন চলবে ক’দিন
যতই করো জারি
ঘরে ঘরে ডাক পাঠাই একুশে ফেব্রুয়ারি
মজুর কিষান ছাত্র ভাইরা
তারা উঠবে আবার ডুলা ঝাইড়া
তাদের আপন দাবী নেবে কাইড়া
হুমকিতে ফল
ও তোর হুমকিতে ফল
ফলবে না
ও যারা দাঙ্গা করে মানুষ মারে
বুঝে নারে পথের গতি
ও যারা দাঙ্গা করে
সেকি কভু চিন্তা করে
এটাই আমার দেশের ক্ষতি
কেউবা তাদের তালে পরে
পরের ঘরে দেয় আগুন
প্রাণ বাঁচাতে পরের হাতে
তোর বাবা হইয়াছে খুন
মা মাসী বোন ভগ্নী জামাই
দাঙ্গাতে কেউ পায় নারে হাই
কে শোনে তার বাপের দোহাই
পায়ে ধরলে মারে লাথি।
হোক না সে ভিন্ন জাতি
তাতে কোন ক্ষতি নাই
ভালবেসে আদর করে
পরকে আপন করা যায়
সুবল দাসের কথা ধরো
মিলেমিশে কর্ম করো
দেশের শত্রুু দমন করো
কেউ করোনা কারো ক্ষতি