আগামীকাল একুশে ফেব্র“য়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। অমর একুশে উপলক্ষে আগামীকাল ২০ ফেব্র“য়ারি শুক্রবার বিকাল ৪টায় উদীচী চত্বর (জাতীয় প্রেসক্লাবের বিপরীতে) উদীচী ঢাকা মহানগর সংসদের আয়োজনে অনুষ্ঠিত হবে শহীদদের স্মৃতির প্রতি নিবেদিত “রক্ত শপথে তোমায় স্মরণ করি” শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে থাকবে উদ্বোধনী সঙ্গীত। এরপর উদীচী ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি নিবাস দে-এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সাধারণ সম্পাদক প্রবীর সরদার, উদীচী ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি কাজী মদিনা, উদীচী ঢাকা মহানগর সংসদের সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক কাবেরী গায়েন।
আলোচনা সভার পর দলীয় সঙ্গীত পরিবেশন করবেন উদীচী ঢাকা মহানগর সংসদসহ বিভিন্ন শাখার শিল্পীরা। থাকবে দলীয় নৃত্য ও আবৃত্তি। এছাড়া, মুনীর চৌধুরী রচিত ‘কবর’ নাটকটির শ্র“তিপাঠ পরিবেশন করবেন উদীচী ঢাকা মহানগর সংসদের নাটক বিভাগের শিল্পীরা।