কথা: সিদ্দিক মোল্লা
রিকসা চালাও রসিক বন্ধুরে চিপা রাস্তা দিয়া
ভিআইপিতে গেলে ওদের ইজ্জত যায় চলিয়া রে
রিকসা চালাও রসিক বন্ধুরে।
আমরা সবাই গরীব দুঃখী ঢাকাতে আসিয়া
পেটের দায়ে রিকসা চালাই অলি গলি দিয়ারে
রিকসা চালাও রসিক বন্ধুরে।
নির্বাচন আসিলে পরে ভোট দিলাম সকলে
ওই নিতাই সংসদের গিয়া ধনীর কথা বলেরে
রিকসা চালাও রসিক বন্ধুরে।
পাগল সিদ্দিক ভেবে বলে রিকসা শ্রমিক ভাই,
সমাজ বদল ছাড়া মোদের বাঁচার উপায় নাই,
ওরে রিকসা চালাও রসিক বন্ধুরে চিপা রাস্তা দিয়া
ভিআইপিতে গেলে ওদের ইজ্জত যায় চলিয়া রে
রিকসা চালাও রসিক বন্ধুরে।